‘বেশি শটস খেলতে গিয়েই উইকেট হারিয়েছে বাংলাদেশ’


প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৬ মার্চ ২০১৭

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শেষ চার ওভারই ভয়ঙ্কর হয়ে রইল বাংলাদেশের সামনে। মাত্র ৬ রানের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে এখন পুরোপুরি ব্যাকফুটে বাংলাদেশ। নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুলের কথা না হয় বাদই দেয়া যায়; কিন্তু বাকি ব্যাটসম্যানরা যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে, তাতে বাংলাদেশের ব্যাটিং সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দেয়া যায়।

Babuশ্রীলঙ্কার হয়ে স্রোতের বিপরীতে ব্যাট করে ১৩৮ রান করা দিনেশ চান্দিমাল মনে করেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি শট খেলতে পছন্দ করে। এ কারণেই তাদের এ অবস্থা। একই সঙ্গে লঙ্কান এই ব্যাটসম্যান এটাও জানিয়ে দেন, তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের অন্তত দুটি উইকেট তুলে নেয়া; কিন্তু শেষ পর্যন্ত তারা নিয়েছে ৪টি উইকেট। প্রত্যাশার চেয়েও প্রাপ্তি বেশি হলো তাদের।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে কথা বলেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে খেলা ১৩৮ রানের ইনিংসটিকে তার ক্যারিয়ারের সেরা হিসেবে উল্লেখ করলেন। কেন ক্যারিয়ার সেরা? সে ব্যাখ্যাও দেন তিনি। চান্দিমাল বলেন, ‘এটা আমার টেস্ট ক্যারিয়ারে নাম্বার ওয়ান সেঞ্চুরি। এটাকে আমি অনেক উঁচুতে স্থান দেব।’

Vision

কেন? জবাবে চান্দিমাল বলেন, ‘কারণ, আমি এই প্রথম ৪টি সেশন ব্যাট করতে পেরেছি। এর আগে আর কখনও চার সেশন ব্যাট করতে পারিনি। এ কারণেই আগের ৭টি সেঞ্চুরির চেয়ে আমার এটাই সেরা।’

চান্দিমাল মনে করেন এখনও উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো। আগামীকাল (টেস্টের তৃতীয় দিন) থেকে হয়তো বল ঘোরা শুরু করবে। বাংলাদেশের ব্যাটসম্যানদের উচ্চাভিলাষী শট খেলার প্রবণতার কথা উল্লেখ করে চান্দিমাল বলেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি শট খেলে। এ কারণেই শেষ দিকে এসে এভাবে উইকেট হারিয়েছে তারা।’

নিজেদের বোলারদেরও কৃতিত্ব দিতে ভুল করলেন না চান্দিমাল। তিনি বলেন, ‘আমাদের বোলাররাও অনেক ভালো করেছে। শেষ দিকে এসে তারা দারুণ বোলিং করেছে। আজ শেষ এক ঘণ্টায় আমাদের লক্ষ্য ছিল ২ উইকেট; কিন্তু শেষ ৩০ মিনিটে পেয়েছি চার উইকেট।’

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।