ম্যানসিটিকে বিদায় করে কোয়ার্টারে মোনাকো


প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৬ মার্চ ২০১৭

মোনাকোর মাঠে খেলতে যাওয়ার আগেই ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা জানান, ফরাসি ক্লাবটির বিপক্ষে সাবধানে পা ফেলা দরকার। ঘরের মাঠে মোনাকো বেশ ভয়ঙ্কর। হ্যাঁ, ফিরতি লেগে মোনাকোর সেই ভয়ঙ্কর রূপটাই দেখল ম্যানসিটি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানসিটিকে ৩-১ গোলে হারিয়েছে মোনাকো। প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে ৫-৩ গোলে জয় পেয়েছিল ম্যানসিটি। দুই লেগ মিলে তাই স্কোরলাইন দাঁড়াল ৬-৬। তবে অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের খেলা নিশ্চিত করেছে মোনাকো।

ঘরের মাঠের সবটুকু সুবিধা আদায় নিয়েছে মোনাকো। শুরুটা ম্যাচের ৮ মিনিটে। কিলিয়ান বাপে লিড এনে দেন মোনাকোকে। বের্নার্দো সিলভার বাড়িয়ে দেয়া বলটি পায়ের আলতো ছোঁয়ায় সিটির জালে জড়ান কিলিয়ান।

মোনাকোর গোল ব্যবধান দ্বিগুণ হয় ২৯ মিনিটের মাথায়। এ যাত্রায় সফরকারী ম্যানসিটির জাল কাঁপান ব্রাজিলিয়ান ফুটবলার ফাবিনহো। আর তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোনাকো।

দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ম্যানসিটি। ৭১ মিনিটে সিটির হয়ে একটি গোল শোধ দেন লিরয় সানে। কিন্তু এই ধারাবাহিকতা ধরে রাখতে পারল কই? উল্টো ৭৭ মিনিটে আরও একটি গোল হজম করল পেপ গার্দিওলার দল। এ সময় মোনাকোর হয়ে লক্ষ্যভেদ করেন বাকাইয়ুকু।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।