বিসিবি একাদশের লক্ষ্য ২৬৯ রান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩০ এএম, ১৫ এপ্রিল ২০১৫

বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল ২৬৮ করতে সক্ষম হয়েছে। ৫০ ওভারে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ হাফিজ, ৭৯ বলে ৮৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ফাওয়াদ আলম, ৬৭ রান। আজহার আলী করেন ২৭ রান এবং হারিস সোহেল করেন ২৩ রান।

বাংলাদেশর পক্ষে শুভাগত হোম ৩ উইকেট নেন এবং সোহাগ গাজী, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মুক্তার আলী, মোহাম্মদ শহিদ ১টি করে উইকেট নেন।

বিসিবি একাদশ : তামিম ইকবাল, মুমিনুল হক, রনি তালুকদার, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, মুক্তার আলী ও মোহাম্মদ শহিদ।

পাকিস্তান দল : সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, জুনায়েদ খান, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী ও এহসান আদিল।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।