পান্তা-ইলিশে মজেছে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা


প্রকাশিত: ০৯:২০ এএম, ১৪ এপ্রিল ২০১৫

আমরা মাছে-ভাতে বাঙ্গালি। মাছ ও ভাত দু’টি যেন একে অপরের পরিপূরক। বাঙালির হাজার বছরের ঐতিহ্য। বাংলা বছরের শুরুর দিন ইলিশ ও পান্তা খাওয়া বাঙ্গালির চিরচারিত নিয়ম। বছরের অন্যান্য দিনগুলো বাদ গেলেও অন্তত এই দিন সকলে চায় তাদের আয়োজনে স্থান পাবে পান্তা-ইলিশের। আর এই সংস্কৃতি বাংলা ভাষাবাসি মানুষের হাজার বছরের ঐতিহ্যের ধারক ও বাহক।

তাইতো বাংলা বছরের প্রথমদিন সারাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত। সবাই পান্তা-ইলিশ খেয়ে দিবসটিকে বরণ করে নিচ্ছে। তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও আনন্দ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রীক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বিভাগ, বিভিন্ন উপজলা কমিটি এবং হলে অবস্থানরত শিক্ষার্থীরা আয়োজন করে পান্তা-ইলিশ। তবে সবচেয়ে বড় পান্তা-ইলিশের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

মঙ্গলবার নববর্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পান্তা-ইলিশ খাওয়ার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় প্রক্টর এ এম আমজাদ, ট্রেজারার রেজাউর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সানাউল হক সানীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ।

এমএইচ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।