মাহমুদউল্লাহর দেশে ফেরা নিয়ে ধূম্রজাল!


প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৩ মার্চ ২০১৭

তিনি শততম টেস্ট স্কোয়াডে নেই। শতভাগ নিশ্চিত। আগামী ১৫ মার্চ থেকে কলম্বোর পি সারা স্টেডিয়ামে ১০০ নম্বর টেস্টে মাঠে নামবে মুশফিকের দল। এ জন্য যে ১৬ জনের দল চূড়ান্ত করা হয়েছে, তাতে নেই মাহমুদউল্লাহর রিয়াদের নাম। তবে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের আদৌ দেশে ফেরা হবে কিনা? আর গেলেও আগামীকাল মঙ্গলবার যাবেন কিনা- তা নিয়েও ধূম্রজাল।

Babu যে খালেদ মাহমুদ সুজন আজ দুপুরে মিডিয়াকে জানিয়েছিলেন, কাল দেশে ফিরে যাচ্ছেন মাহমুদউল্লাহ। ঘণ্টা ছয়েক পর তার কণ্ঠেও অন্য সুর। তিনিও ঠিক নিশ্চিত করে বলতে পারলেন না, মাহমুদউল্লাহ আদৌ আগামীকালই দেশে ফিরে যাবেন কিনা?
 
বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ (কলম্বোয় তখন সন্ধ্যা পৌনে ৭টা) জাগো নিউজের সাথে আলাপে বাংলাদেশ ম্যানেজার বলেন, ‘এ মুহূর্তে ঠিক নিশ্চিত বলতে পারছি না রিয়াদ (মাহমুদউল্লাহ) কালই দেশে ফেরত যাবে কিনা?’

তবে কি তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত পাল্টে গেছে? ম্যানেজার খালেদ মাহমুদের জবাব, ‘না না; তা নয়। রিয়াদ শততম টেস্ট দলের বাইরে। তবে তাকে এ মুহূর্তে দেশে ফেরত পাঠানো হবে কিনা তা নিয়ে খানিক ধোয়াশা। প্রথম কারণ টিকিট পাওয়া যায়নি এখনও। টিকিট না পাওয়া গেলে তার (রিয়াদের) কাল যাওয়ার সম্ভাবনা খুব কম।’
 
এদিকে খালেদ মাহমুদ আরও একটা নতুন তথ্য জানিয়েছেন, আগামীকাল বিকেল ৫টা নাগাদ কলম্বোয় এসে পৌঁছাবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। খালেদ মাহমুদের কথা, কাল যদি মাহমুদউল্লাহর দেশে ফেরত যাওয়া না হয়, তাহলে সন্ধ্যায় তো পাপন ভাইয়ের (বিসিবি প্রধান) সাথে তার দেখা হবে। তখন পাপন ভাই-ই ঠিক করবেন কি হবে?’

খালেদের কাছ থেকে আরও একটি তথ্য জানা গেছে। তা হলো আগামী ১৮ মার্চ শততম টেস্টের চতুর্থ দিন কলম্বোয় পা রাখছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডে দলে জায়গা পেলে তখন মাশরাফির সাথেই মাহমুদউল্লাহকে আবার শ্রীলঙ্কা আসতে হবে।

সেক্ষেত্রে ১৫ মার্চ দেশে ফিরে আবার ৭২ ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কা চলে আসা- এতে মাহমুদউল্লাহর সত্যিকার কোনো বিরতি হবে কিনা? তা নিয়েও জেগেছে বিস্তর সন্দেহ। তাই শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ দেশে ফেরত যাচ্ছেন, আর গেলে কালই যাবেন- এমন কথা নিশ্চিত করে জানাতে অপারগ ম্যানেজার খালেদ মাহমুদও।
 
এদিকে আজ সকালে প্র্যাকটিসেও মাহমুদউল্লাহকে নিয়ে অতি নাটকীয়তা! আর মাত্র ৪৮ ঘণ্টা পর স্বপ্নের শততম টেস্ট।

পুরো দল কলম্বোর পি সারা ওভার স্টেডিয়ামে প্রচণ্ড সূর্যের উত্তাপে বারবার ঘেমে নেয়ে উঠেও প্রাণপণ অনুশীলনে ব্যস্ত।

আর শতভাগ সুস্থ থেকেও মাহমুদউল্লাহ নেই সে প্র্যাকটিসে। সকালে টিম বাস থেকে পি সারা স্টেডিয়ামে নেমে কয়েক মিনিটের জন্য দেখা মিললো। পরক্ষণে সোজা ড্রেসিং রুমে গিয়ে ঢুকলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর বের হলেন না। তখনই বোঝা গেল কিছু একটা হয়েছে। বা হতে যাচ্ছে।
 
স্থানীয় সময় বেলা সোয়া ১১টা নাগাদ পি সারায় উড়ো গুঞ্জন- মাহমুদউল্লাহ রিয়াদ ১০০ নম্বর টেস্ট স্কোয়াডেই নেই।

সাড়ে ১১টার আগে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করলেন মাহমুদউল্লাহ দেশে ফিরে যাচ্ছেন। টিকেট পাওয়া গেলে আগামীকাল মঙ্গলবার সকালেই দেশের পথে বিমানে চেপে বসবেন মাহমুদউল্লাহ।
 
এটুকু বলার কিছুক্ষণ পর মাহমুদউল্লাহ রিয়াদ কেন ফিরে যাচ্ছেন? তাকে ফেরত পাঠানো কারণই বা কি ? তাও জানালেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বলে দিলেন, ‘ফর্ম খারপ। তাই তাকে কিছু দিন বিরতি দেয়া হচ্ছে। দেখা যাক দলের বাইরে থেকে সে আবার নিজেকে খুঁজে পায় কিনা?’

Vision
 
পাশাপাশি খালেদ আরও বলেন, ‘দেশে ফিরে গেলেও মাহমুদউল্লাহর যে শ্রীলঙ্কা সফর শেষ হয়ে গেল এমন নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আবার আসতেও পারে।’
 
ম্যানেজার খালেদ মাহমুদকে উদ্ধৃত করে দুপুর গড়ানোর আগেই দেশে নানা অনলাইন নিউজ পোর্টাল ও টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে প্রচারিত হয়েছে। কিন্তু ভাটি বেলায় শোনা গেল অন্য খবর। কি সেই খবর? মাহমুদউল্লাহ দেশে নাও ফিরতে না পারেন।

এটা নিশ্চিত- এ ব্যাটসম্যান কাম অফস্পিনার শততম টেস্টে ১৬ জনের মধ্যে নেই। তবে তার দেশে ফেরা নিয়ে শেষ বিকেলে হঠাৎ ধূম্রজাল। ঢাকা থেকে বিসিবি মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস জাগো নিউজের সাথে মুঠোফোনে জানালেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ যদি চায় তাহলে থেকে যেতে পারে। তার কলম্বো থাকায় কোনো বিধি-নিষেধ নেই। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেলে আবার শ্রীলঙ্কা যাবে।’
 
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস রাজধানী ঢাকা থেকে যা বলেছেন, তার সাথে কলম্বোর তাস সমুদ্র হোটেলে বসা খালেদ মাহমুদ সুজনের কথায় মিল আছে।

এআরবি/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।