বেনাপোলে দু’দিন আমদানি-রফতানি বন্ধ
বৈশাখের ছুটিতে মঙ্গল ও বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। বাংলাদেশ ও ভারতে পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রফতানি হবে না।
তবে বৈশাখের দ্বিতীয়দিন বুধবার বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি ও বাণিজ্য শুরু হবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জাগো নিউজকে বলেন, বাংলাদেশে পহেলা বৈশাখ (মঙ্গলবার) সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। একদিন পর অর্থাৎ বুধবার ভারতে পহেলা বৈশাখ হওয়ায় ওইদিন ভারতে সরকারি ছুটি থাকছে। তাই এই দুইদিন কোনো কার্যক্রম হবে না।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, মঙ্গলবার বাংলাদেশ ও বুধবার ভারতে পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রফতানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বাণিজ্য চলবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান জানান, পহেলা বৈশাখে মঙ্গল ও বুধবার দু`দেশে ছুটির ফলে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। দু`দেশের সিএন্ডএফ এজেন্টরা বিষয়টি আমাদেরকে অবহিত করেছেন। তবে বুধবার আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাস ও কাস্টমস হাউজের শুল্কায়নের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে।
এমজেড/একে/আরআইপি