ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ২৯ শিক্ষার্থী


প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের বিএসএস সম্মান এবং এমপিএস পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে “ডিনস্ অ্যাওয়ার্ড-২০১৫” প্রদান করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপাচার্য সততা ও নৈতিক মূল্যবোধে জাগ্রত হয়ে সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশকে শান্তি ও সম্প্রীতির দেশ হিসাবে গড়ে তুলতে মানববিদ্যা এবং সামাজিক বিজ্ঞান বিষয়ক গবেষণা আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান সমাজকে পরিবর্তন করতে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ দরকার।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সয়দা সিতওয়াত শাহেদ, তাসনিম রহমান ফারিহা, মাহতাব উদ্দিন (অর্থনীতি বিভাগ), হালিমা বেগম, লামিয়া ইসলাম, মো. মেহেদী হাসান সোহাগ, কামরুন্নাহার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), মঞ্জিমা হক,  মো. রিজওয়ানুল হক মাসুদ (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), মো. আজমেরী ফেরদৌস, মোহাম্মদ আনোয়ার হোসেন (সমাজ বিজ্ঞান বিভাগ), হাসান মাহমুদ ফয়সাল,  (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), এম এম আসাদুজ্জামান নূর, আদিলা রেজা হাসান, শেহরিন আমিন ভূইয়া, মিসকাত জাহান (লোক প্রশাসন বিভাগ), মো. সাজ্জাদ হুসাইন (নৃ-বিজ্ঞান বিভাগ), এফ. এম. তানভীর শাহরিয়ার, খালিদ ইমরান, তনিমা মেগডালিনা কুরাইয়া (শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ), মো. মঈনুল ইসলাম, গুলে জান্নাত, আফসানা ইসলাম, লাবিবা ইসলাম (উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ), সোনাম সাহা,  মোহাম্মদ  মাকসুদুর রহমান, নাজনীন সুলতানা (ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ), রিপা আলী ও মো.খালিদ হাসান (পপুলেশন সায়েন্স)।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য দেন টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া। বিভাগীয় চেয়ারম্যানগণ অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানের সঞ্চালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল হক।

এমএইচ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।