যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো


প্রকাশিত: ০৪:০৯ এএম, ১৩ মার্চ ২০১৭

ক্রিস্টিয়ানো রোনালদো মানেই চমক। এবার আরও একটি চমক অপেক্ষা করছে রোনালদো ভক্তদের জন্য। যমজ পুত্র সন্তানের বাবা হচ্ছেন চার বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছেন ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সান’।

ট্যাবলয়েডটি দাবি করেছে, রোনালদোর ঘনিষ্ঠ এক ব্যক্তি তাদের এ খবর নিশ্চিত করেছেন। শুধু তাই নয় এ দুই পুত্র সন্তানকে দেখতে মুখিয়ে আছে রোনালদোর বাড়ির সদস্যরাও।

ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদের পর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি গোপনীয়তা রাখেন রোনালদো। তবে ট্যাবলয়েডটির দাবি কাছের ঘনিষ্ঠ লোকদের কাছে নিজের জীবনের কথা বলেছেন রোনালদো।

বর্তমানে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সম্পর্ক রয়েছে রোনালদোর। তবে ট্যাবলয়েডটি জানিয়েছে দুই পুত্রের মা এ এই স্প্যানিশ মডেল নন। একজন অচেনা আমেরিকান গর্ভে আসছে রোনালদোর দুই পুত্র সন্তান।

আরটি/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।