আইসিসি ট্রফি জয়ের ১৮তম বর্ষপূর্তি আজ ( ভিডিও)


প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৩ এপ্রিল ২০১৫

বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জেতার ১৮ বছর পূর্তি আজ। ১৯৯৭ সালের এই দিনে (১৩ এপ্রিল) কেনিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলো টাইগাররা।

আকরাম খানের নেতৃত্বে বাংলাদেশ দল সেদিন বিশ্ব ক্রিকেটকে নিজেদের শক্তি ও  সামর্থ্যের প্রমাণ দিয়েছিলো। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে কেনিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিলো টাইগাররা। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

আগে ব্যাট করে স্টিব টিকলোর ১৪৭ রানের ওপর ভর করে ২৪১ রানের বড় সংগ্রহ পায় কেনিয়া। টাইগারদের পক্ষে ৩ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ রফিক।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ পড়ে বৃষ্টির বাধায়। তাই ২৫ ওভারে আকরাম খানদের সামনে টার্গেট দাড়ায় ১৬৬ রান। রফিক, নান্নু, আমিনুল, আকরাম খানরা সেই রান তাড়া করতে নেমে জয়ের কাছে পৌঁছে গেলেও এক পর্যায়ে প্রয়োজন হয় এক বলে এক রান। হাসিবুল হোসাইন শান্ত ও খালেদ মাসুদ পাইলট সেই রান নিয়ে নিলে উৎসবে মেতে ওঠে পুরো কুয়ালালামপুরসহ গোটা বাংলাদেশ।



এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।