ঐচ্ছিক অনুশীলন করলো টাইগাররা


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১২ মার্চ ২০১৭

সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ২৫৯ রানের বিশাল ব্যবধানে হেরে গতকাল (শনিবার) গল থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বো পৌঁছে গেছে বাংলাদেশ দল। পৌঁছার পর দিন (রোববার) ঐচ্ছিক অনুশীলনও করেছে প্রথম টেস্টে একাদশে না থাকা খেলোয়াড়রা।

ক্রিকেটাররা যখন ঐচ্ছিক অনুশীলন করছিল, তখন সেটা দেখতে এসে প্রথমে উইকেট দেখতে যান টাইগারদের হেড কোচ হাথুরুসিংহে, বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ব্যাটিং কোচ থিলাম সামারাভিরা ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। উইকেট দেখে নিজেদের মধ্যে কিছুটা আলাপ আলোচনাও সেরে নেন বাংলাদেশ দলের এই চার মূল ব্যক্তি।

Vision

এদিকে কলম্বোর প্রাণ কেন্দ্রে অবস্থিত পি সারা ওভাল। মাঠের চারপাশে কোন গ্যালারি ও ফ্লাডলাইট নেই। দেখতে অনেকটা ঢাকার ক্লাব আবাহনীর মাঠের মত। তবে পার্থক্য হল ধানমন্ডিতে আবহানী মাঠে আউট ফিল্ড, উইকেট এবং ছোট্ট একটা গ্যালারিও আছে। মিডিয়ার জন্য নেই কোন স্থায়ী অবকাঠামো। তবে পি সারা ওভালে মিডিয়া ও খেলোয়াড়দের জন্য স্থায়ী অবকাঠামো আছে।

এআরবি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।