ফিজিকে হারিয়ে সপ্তম শ্রীলঙ্কা


প্রকাশিত: ০৭:০০ এএম, ১২ মার্চ ২০১৭

র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কা ও ফিজিই ছিল হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ এর ঢাকা পর্বের দলগুলোর মধ্যে সবার নিচে। সপ্তম স্থানের জন্য লড়াইটা হলো দক্ষিণ এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের এ দুই দেশের মধ্যে। সে লড়াইয়ে শেষ হাসি লঙ্কানদের মুখে। ফিজিকে ৫-৩ গোলে হারিয়ে সপ্তম স্থান নিয়ে ওয়ার্ল্ড লিগ মিশন শেষ করলো শ্রীলঙ্কা।

রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণই ম্যাচের প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়েছিল লঙ্কানরা। যদিও ম্যাচে প্রথম এগিয়ে গিয়েছিল ফিজি। ৬ মিনিটে হেক্টর স্মিথের গোলে ওই এগিয়ে যাওয়াটা বেশি সময় ধরে রাখতে পারেনি ফিজি। চার মিনিট পরই সমতা আনেন শ্রীলঙ্কার আমিলা নুওয়ারাপাশকা। এরপর গোল-পাল্টা গোলে এগিয়ে চলা ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ৩-২ গোলে। ১৮ মিনিটে শ্রীলঙ্কার সামিকা গুনাবর্ধনে গোলের তিন মিনিট পর সমতা আনেন ফিজির জেমস।

২৯ মিনিটে লঙ্কানদের আবার এগিয়ে দেন শামিকা গুনাবর্ধনে। এরপর রাজিথ কুলাথুঙ্গা ও সুধুসিংগার গোলে শ্রীলঙ্কা ব্যবধান করে ৫-২। ৪৯ মিনিটে ব্যবধান কমান ফিজির রিক রেনটিলে।

আরআই/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।