আবারো ইনজুরিতে নেইমার
রোববার থেকে লা লিগা শুরু হওয়ার আগেই বার্সা শিবিরের জন্য দুঃসংবাদ। দলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার ইনজুরির কারণে অনির্দিষ্টকালের জন্য দলের বাইরে চলে গেছেন। ফলে রোববার ন্যু-ক্যাম্পে নতুন মৌসুমের প্রথম ম্যাচে এলচের বিপক্ষে খেলা হচ্ছে না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
বিশ্বকাপে ইনজুরি আক্রান্ত হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর অল্প কিছুদিন পূর্বে বার্সার মেডিক্যাল স্টাফদের কাছ থেকে খেলার জন্য সবুজ সংকেত পান নেইমার। সপ্তাহ না পেরোতেই আবার ইনজুরির কবলে পড়ে মাঠের বাইরে চলে গেলেন এই সেনসেশনাল তারকা। সোমবার ক্লাব প্রীতে ম্যাচে লিওনের বিপক্ষে জোড়া গোল করেন ব্রাজিলের এই ‘ওয়ান্ডার বয়’।
বৃহস্পতিবার অনুশীলনের সময় নেইমার বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেন। এরপর বার্সার পক্ষ থেকে জানানো হয় এই ব্রাজিলিয়ান তারকা গোড়ালির চোটে পড়েছেন এবং এই কারণে আগামী বেশ কয়েকদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে।
ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, সম্প্রতি ইনজুরি থেকে সেরে ওঠা নেইমার গোড়ালির চোটের জন্য আপাতত মাঠের বাইরে রয়েছেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে এই বিষয়ে বিস্তারিত জানাবো। মাত্র ইনজুরি থেকে ফেরা নেইমারের আবার ইনজুরিতে পড়া দলের জন্য দুঃসংবাদই বটে।”
গত বছরের কাতালান ক্লাবে নিজের প্রথম মৌসুমে নেইমার জুনিয়র ২৬ ম্যাচে ৯টি গোল করেন এবং বেশ কয়েকটি গোলে অ্যাসিস্ট করেন।