বৃষ্টি নেই : যথা সময়ে শুরু হচ্ছে খেলা


প্রকাশিত: ০৪:০৬ এএম, ১১ মার্চ ২০১৭

বৃষ্টির কারণে ম্যাচের তৃতীয় দিনের শেষ সেশনের পর চতুর্থ দিনেও ১১ ওভারের মত খেলা হয়নি। তবে ম্যাচের পঞ্চম দিনে যথা সময়ে খেলা শুরু হচ্ছে। এদিকে আগের দিনের ঘাটতি পুষিয়ে নিতে আজও বাংলাদেশ সময় ১০.৩০ মিনিটের পরিবর্তে খেলা শুরু হবে ১০.১৫ মিনিটে।

চতুর্থ দিনে লঙ্কানদের দেওয়া ৪৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান। তামিম ইকবাল ১৩ রানে এবং টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করে ৫৩ রানে অপরাজিত রয়েছেন সৌম্য সরকার। বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে ৩৯০ রানে। হাতে রয়েছে পুরো ১০ উইকেট।  

Vision

এর আগে উপুল থারাঙ্গার ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির উপর ভর করে ২৭৪ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় তখন ৪৫৭ রানের বিশার এক পাহাড়।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।