৮৮ লাখ টাকায় সাকিবকে রেখে দিল জ্যামাইকা


প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১০ মার্চ ২০১৭

গত মৌসুমেও জ্যামাইকা তালাওয়াশের হয়ে খেলেছেন। জ্যামাইকার চ্যাম্পিয়ন হওয়া দলের অন্যতম সদস্য ছিলেন সাকিব আল হাসান। সেবার খেলেছেন ১৩ ম্যাচ। ব্যাট ধরার সুযোগ মিলেছে ১০টিতে। নামের পাশে যোগ করেন ১৬০ রান। আর বল হাতেও সফল; পকেটে পুরেছিলেন ১২ উইকেট।

এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ডাকা হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নিলামে। ঘরের ছেলেকে ঘরেই রাখলেন জামাইকা তালাওয়াশের কর্মকর্তারা।

সাকিবের মূলে কোনো পরিবর্তন আসেনি। গত মৌসুমে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে সাকিবকে দলে টেনেছিল জ্যামাইকা। এবারও তাকে দেয়া হলো ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারই। বাংলাদেশি মূদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৮৮ লাখ টাকা।

গতবার সাকিবের তালাওয়াশে খেলেছিলেন ক্রিস গেইল। ক্যারিবিয় এই ব্যাটিং দানবকে এবার কিনে নিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তাদের খরচ করতে হয়েছে ১ লাখ ৬০ হাজার ডলার। লঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা আছেন জ্যামাইকা তালাওয়াশেই।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।