আমাদের দুই-তিনটা ভালো জুটি দরকার : সাকিব


প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১০ মার্চ ২০১৭

শেষ দিন ৩৯০ রান করতে হবে বাংলাদেশকে। জয়ের জন্য লক্ষ্য এটাই। এর মধ্যে ম্যাচ বাঁচাতে হলে, দিনের শেষ পর্যন্ত অলআউট হওয়া যাবে না। লংকানদের বোলিংকে ব্যার্থ প্রমাণ করেই তবে পঞ্চম দিন শেষ করতে হবে বাংলাদেশকে। তাহলেই কেবল ম্যাচ বাঁচানো সম্ভব। তাতে হয়তো ম্যাচটা শেষ পর্যন্ত ড্র’ই হবে।

Babuচতুর্থ দিন শেষ বিকেলে বাংলাদেশ উইকেট হারায়নি। এটা ভালো একটা দিক। অন্ততঃ বাংলাদেশ একটু হলেও এগিয়ে আছে। পুরো ১০ উইকেট হাতে নিয়ে শেষ দিন খেলতে নামতে পারবে টাইগাররা। ড্রয়ের প্রবল সম্ভাবনা এ কারণেই সবচেয়ে বেশি জাগছে। বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানও মনে করেন, ম্যাচ ড্র করা সম্ভব। তবে, এ ক্ষেত্রে ব্যাটসম্যানদের কঠিন ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে। লঙ্কান স্পিনাররা চাইবে দ্রুত বাংলাদেশকে অলআউট করতে। তবে বাংলাদেশ যদি কোনোভাবে দু’একটা ভালো জুটি গড়তে পারে, তাহলে বাংলাদেশের কাজ সহজ হয়ে যাবে মনে করেন সাকিব।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হয়, বাস্তব রেজাল্ট কোনটা মনে হচ্ছে? জবাবে সাকিব বলেন, ‘ড্র। কারণ এখনো যেহেতু দশ উইকেট আছে আমাদের হাতে। আমার কাছে মনে হয়, এখন দুই তিনটা ভালো জুটি দরকার। সে ক্ষেত্রে ভালোভাবে ড্র করা সম্ভব। প্রথম সেশনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে শুরু করি তার উপরই আসলে পুরো দিনটা নির্ভর করবে।’

ব্যাটসম্যানদের কাছে প্রথম সেশনে কি দেখতে চান? সাকিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তামিম-সৌম্য যেভাবে খেলছে আমার মনে হয় ওদের সেভাবেই খেলা উচিত। কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই। বল অনুযায়ী খেলবে এটাই স্বাভাবিক। যার যার গেম প্ল্যান যার যার মতো বাস্তবায়ন করার চেষ্টা করবে।’

এ ক্ষেত্রে আগামীকালের প্রথম সেসনটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘অবশ্যই প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে ওরা দুজন যদি খেলতে পারে, তাহলে কোন কথাই নেই। আমরা চাইবো ওরা যতক্ষণ পারুক ব্যাটিং করুক। তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। সবাইকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। এমন একটা পরিস্থিতিতে পুরো দলের সবাইকেই হার্ডওয়ার্ক করতে হয় অনেক বেশি।’

শেষ দিনের উইকেট কেমন আচরণ করতে পারে? জবাবে সাকিব বলেন, ‘পাঁচ নম্বর দিনে তো উইকেট ভিন্ন আচরণ করতেই পারে। এখন উইকেট অল্প অল্প ঘোরা শুরু করেছে। কালকে হয়তো আর একটু বাড়তেও পারে। আমার কাছে মনে হয়, আমাদের ব্যাটসম্যানরা খেলতে প্রস্তুত আছে। এখেনো আমাদের হাতে ১০ উইকেট রয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে, অন্তত রেজাল্ট না হোক, ড্র করাতো খুবই সম্ভব।’

Vision

এ ক্ষেত্রে তো ওদের বাঁ-হাতি স্পিনাররা অনেক বড় হুমকি। সেটাকে কিভাবে দেখছেন? সাকিবের জবাব, ‘আসলে যে কেউই তো হুমকি হতে পারে। ওদের সবগুলো বোলারই ভালো। আমাদের সবাইকে দেখেশুনে খেলতে হবে। যেহেতু আমরা একটু পিছিয়ে আছি। আমাদের এজন্য একটু কেয়ারফুল বেশি থাকতেই হবে। সবগুলো বোলার অনেক ভালো। আমি প্রথম ইনিংসে দেখেছি, ওরা সবাই ভালো জায়গায় বোলিং করে। আমাদের খুব ভালো ব্যাটিং করতে হবে। এর কোন বিকল্প নেই।’

এআরবি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।