সৌম্যর ঝড়ো হাফ সেঞ্চুরি


প্রকাশিত: ১১:৪৩ এএম, ১০ মার্চ ২০১৭

‘আগে যদি ১০০ ভাগ দিতাম তাহলে এখন থেকে ১২০ শতাংশ দিতে হবে।’ এ কথাই গতকাল সংবাদ সম্মেলনে বলেছিলেন সৌম্য সরকার। বলার কারণই ছিল যথার্থ। কারণ গতকাল নিজের উইকেট বিলিয়ে দলকে বড় চাপেই ফেলেছিলেন তিনি। তবে তার কিছুটা লাঘব করলেন শুক্রবার। দ্বিতীয় ইনিংসে ঝড়ো ব্যাটিং করে ইতোমধ্যেই তুলে নিয়েছেন নিজের তৃতীয় টেস্ট হাফ সেঞ্চুরি।

Vision

এদিন টেস্ট মেজাজে ব্যাটিং করেননি সৌম্য। নিজের স্বাভাবিক মেজাজেই ছিলেন এ ওপেনার। অনেকটা টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিং করছেন তিনি। মাত্র ৪৪ বলেই স্পর্শ করেছেন হাফ সেঞ্চুরি। নিজের হাফ সেঞ্চুরিটি সাজিয়েছেন ৬টি চার ও ১টি ছক্কায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত করেছেন ৫৩ রান। আর এ সময় বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬৭ রান। সঙ্গী তামিম আছেন ১৩ রানে।

তবে বাংলাদেশ এ মুহূর্তে সৌম্যর আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেয়ে ধৈর্যশীল ব্যাটিং চায়। কারণ ম্যাচ বাঁচাতে আজকের দিন তো বটেই আগামীকাল সারাদিন থাকতে হবে উইকেটে। তবে আগের দিনই প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌম্য, সামনে আবার সুযোগ আসলে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিণত করবেন তিনি। এখন দেখার বিষয় কত দূর নিতে পারেন নিজের ইনিংসকে।

আরটি/এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।