ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো ইংল্যান্ড


প্রকাশিত: ০৩:৫১ এএম, ১০ মার্চ ২০১৭

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল ইংল্যান্ড। এবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দিলো ইংল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। দলীয় ২৭ রানে সাজঘরে ফেরেন রয় (১৭)। এরপর রুটকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অ্যালেক্স হেলস। দুই জনে মিলে গড়েন ১৯২ রানের জুটি। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন হেলস (১১০)। নবম শতক হাঁকিয়ে আউট হন রুট (১০১)। আর শেষ দিকে স্টোকসের ঝড়ো ৩৪ রান করলে ৩২৮ রানের বিশাল সংগ্রহ পায় সফরকারীরা।

৩২৯ রানের পাহারসম লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। সর্বোচ্চ ৪৬ রান করেন ছয় নম্বরে নামা জোনাথন কার্টার। ফলে ১৮৬ রানের বিশাল ব্যবধানের জয় পায় ইংলিশরা। রানের হিসেবে এটি ইংল্যান্ডের পঞ্চম বড় জয়।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।