শেষ দুই টেস্টের জন্য ভারত দল ঘোষণা


প্রকাশিত: ০৩:০১ এএম, ১০ মার্চ ২০১৭

চার ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ সমতায় দুই দল। এবার দুই দলেরই লক্ষ্য সিরিজে এগিয়ে যাওয়া। আর এ লক্ষ্যকে সামনে রেখে শেষ দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

কাঁধের ইনজুরির কারণে শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার হার্ডিক পাণ্ডে। তবে ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে ফিরলেও দলে জায়গা হয়নি ব্যাটসম্যান রোহিত শর্মা ও পেসার মোহাম্মদ শামির। আগামী ১৬-২০ মার্চ রাঁচিতে সিরিজের তৃতীয় এবং ২৫-২৯ মার্চ ধর্মশালায় চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে।

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, করুণ নায়ার, জয়ন্ত যাদব, কুলদিপ যাদব এবং অভিনব মুকুন্দ।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।