মেসির রেকর্ড ভাঙলেন নেইমার


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৯ মার্চ ২০১৭

গ্রুপপর্বেই লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসিয়েছিলেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে ৭টি করে এসিস্ট করেছেন তারা। বুধবার রাতে পিএসজির বিপক্ষে ম্যাচের অন্তিমলগ্নে সার্জিও রবার্তোকে দিয়ে এক গোল করিয়ে এক মৌসুমে মেসির সর্বোচ্চ এসিস্টের রেকর্ডটা ভেঙে দিলেন নেইমার। এটি চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে নেইমারের অষ্টম এসিস্ট।  

পিএসজির বিপক্ষে প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। খাদের কিনার থেকে বার্সাকে টেনে তোলেন মেসি-নেইমাররা। পিএসজির জালে দুবার বল জড়িয়েছেন নেইমার।

একটি করে গোল করেছেন মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও রবার্তো। বার্সার ৬-১ ব্যবধানের জয়ে বাকি গোলটি এসেছে পিএসজির খেলোয়াড় কুরজাওয়ার ভুলে (আত্মঘাতী)। এই জয়ে কোয়ার্টার ফাইনালের খেলা নিশ্চিত হয় বার্সার।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।