পেশোয়ার জালমির সঙ্গে সিরিজ, অস্বীকার করলো কেকেআর


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৯ মার্চ ২০১৭

 হঠাৎই পাকিস্তানি মিডিয়া সরব হয়ে উঠেছে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্স (কেকেআর) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমিকে। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান নিজে নাকি এ আমন্ত্রণ জানিয়েছেন পেশোয়ারের মালিক জাভেদ আফ্রিদিকে। পেশোয়ারের মালিক নিজেই এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, যে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সিরিজটি খেলতে চায় কেকেআর। এ বিষয়ে দু’দেশের সরকারের পক্ষ ইতিবাচক সাড়া পেলেই আলোচনার টেবিলে বসতে চাই দুই ফ্রাঞ্চাইজি।

কিন্তু পেশোয়ার জালমি কিংবা পাকিস্তানি মিডিয়ার সিরিজ খেলার দাবি উড়িয়ে দিয়েছে কেকেআর। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা কোনো প্রস্তাবই পেশোয়ার জালমিকে দেয়নি এবং তারা পেশোয়ারের সঙ্গে কোনো সিরিজ খেলতে ইচ্ছুক নয়। শুধু তাই নয়, একই সঙ্গে কেকেআর জানিয়ে দিয়েছে, এ বিষয়ে পেশোয়ারের সঙ্গে কোনো যোগাযোগই হয়নি তাদের।

কেকেআরের অফিসিয়াল টুইটার পেজে ক্ষুদে বার্তার মাধ্যমে বলা হয়েছে, ‘কেকেআর কখনোই অবৈধ ম্যাচ কিংবা লিগে খেলার পক্ষপাতি নয়। যে দাবিগুলো বিভিন্ন সংবাদপত্রে করা হয়েছে, ওইগুলো সবই ভূয়া। এমনকি আমাদের কারো পক্ষ থেকে কোনো যোগাযোগই তাদের সঙ্গে করা হয়নি।’

পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদিই জানিয়েছিলেন, শাহরুখ খান তার সঙ্গে যোগাযোগ করে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছেন এবং পিএসএলের ফাইনাল জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন।

এসব দাবিকে উড়িয়ে দিয়ে কেকেআরের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশুর ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, শাহরুখ খান তো পাকিস্তান কিংবা দুবাইতে অনুষ্ঠিত এমন কোনো লিগ (পিএসএল) সম্পর্কে জানেই না। তিনি বলেন, ‘আমি মাত্রই শাহরুখ খানের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, গত কিছুদিন যাবত শুটিং নিয়ে খুব ব্যস্ত। এ সময়ের মধ্যে পাকিস্তান কিংবা দুবাইতে কোনো ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছে কি না তার জানাই নেই। জানা থাকলেই না কোনো ফ্রাঞ্চাইজিকে তিনি ফোন করবেন এবং অভিনন্দন জানাবেন।’

সম্ভবত শাহরুখ খান কিংবা কেকেআরের পক্ষ থেকে ভুয়া এই সংবাদ উড়িয়ে দেয়ার পর নিজের ভুল বুঝতে পারেন জাভেদ আফ্রিদি। এ কারণে নিজ মুখে দাবি করার ঘণ্টা খানেক পর নিজেই টুইট করে জানিয়ে দেন, ‘আমরা সব সময় শান্তির জন্য ক্রিকেটকে স্বাগত জানাতে চাই; কিন্তু পেশোয়ার জালমি আর কেকেআরের সিরিজ নিয়ে যে আলোচনার কথা শোনা যাচ্ছে কিংভা সংবাদ প্রকাশ হয়েছে, তাতে সত্যের লেশমাত্র নেই। এটা একটা গুজব। সবার জন্যই সমবেদনা।’

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।