টেস্ট উপযোগী ব্যাটিংয়ে মুশফিকের হাফসেঞ্চুরি


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০৯ মার্চ ২০১৭

দলের ব্যাটসম্যানরা একের পর এক দায়িত্বজ্ঞানহীন শট খেলে যখন দলকে বিপদের চুড়ায় তুলেছেন তখন ভিন্ন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। অধিনায়কোচিত এক ইনিংস খেলে করেছেন হাফসেঞ্চুরি। আর তার ব্যাটেই ফলোঅন এড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।

বৃহস্পতিবার গলে আগের দিনের ২ উইকেটে ১৩৩ রান নিয়ে ব্যাটিং করতে নামের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক ও সৌম্য সরকার। তবে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে টাইগাররা। তবে এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই করতে থাকেন মুশফিক। শেষ দিকে সঙ্গী হিসেবে পান মেহেদী হাসান মিরাজকে।
Vision
১০৭ বলে ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিক। লাহিরু কুমারার বল শর্ট কভারে ঠেলে দিয়ে নিজের হাফ সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিকের সংগ্রহ ১১২বলে ৫৫ রান। মিরাজের সঙ্গে করেছেন ৬৮ রানের জুটি। আর এ সময়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ২৬০ রান।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।