নারী দিবসে কৃষ্ণাদের প্রদর্শনী ফুটবল


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৮ মার্চ ২০১৭

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। একই সঙ্গে এএফসি উইমেন্স ফুটবল ডে। দিবসটি পালনের অংশ হিসেবে বাংলাদেশের নারী ফুটবলাররা নিজেরা ভাগ হয়ে খেলেছে একটি প্রদর্শনী ম্যাচ। বিকেলে বাফুফে ভবন সংলগ্ন টার্ফে কৃষ্ণারা ম্যাচ খেলে দিনটি উদযাপন করেন।

ম্যাচটি খেলেছেন চলমান অনূর্ধ্ব-১৬ ক্যাম্পে থাকা মেয়েরা। ম্যাচ মানে আনন্দ-ফূর্তি করা। এ ম্যাচের জন্য কৃষ্ণা-সানজিদাদের নতুন জার্সিও দিয়েছে বাফুফে।

আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন কৃষ্ণারা। অনুশীলনের ব্যস্ত সময়ের মধ্যে নারী দিবস তাদের সুযোগ করে দিয়েছিল একটু আনন্দ করার।

বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটনসহ অন্যান্য কোচরা এ ম্যাচ উপভোগ করেছেন।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।