গলের সেই সুখস্মৃতি ফেরাতে চান মুশফিক


প্রকাশিত: ০১:২০ পিএম, ০৬ মার্চ ২০১৭

কুমার সাঙ্গাকারার ১৪২, লাহিরু থিরিমান্নের ১৫৫*, দিনেশ চান্দিমালের ১১৬* রান। এই তিন সেঞ্চুরিতে ৪ উইকেটে ৫৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বলার অপেক্ষা রাখে না যে, রান পাহাড়ে চাপা পড়ে বাংলাদেশ। ২০১৩ সালের মার্চে লঙ্কা সফরে গিয়ে গল টেস্টে এমন পরিস্থিতির শিকার হয়েছিল মুশফিকুর রহীমের দল।

তবে সেই পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছিল বাংলাদেশ দল। লঙ্কানদের তিন সেঞ্চুরির জবাবে বাংলাদেশের তিন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। মোহাম্মদ আশরাফুল করেন ১৯০, নাসির হোসেনের ব্যাট থেকে আসে ১০০ রান। আর ডাবল সেঞ্চুরি তুলে নেন মুশফিক; খেলেন ২০০ রানের মহাকাব্যিক ইনিংস। সবকটি উইকেট হারিয়ে ৬৩৮ রান তোলে বাংলাদেশ।
Vision
হাইস্কোরিং ম্যাচটিতে মুশফিক বাহিনী ড্র নিয়ে মাঠ ছাড়ে। বছর চারেক আগে শ্রীলঙ্কায় গিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়াই তো ছিল অনেক বড় ব্যাপার। আগামীকাল মঙ্গলবার আবারও গলে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এবারও গলের সেই সুখস্মৃতি ফেরাতে চান মুশফিক। মাঠ ছাড়তে চাইবেন জয় নিয়েই। সেজন্য অবশ্য সতীর্থদের কাছে সেরাটাই চাইলেন টাইগার দলনেতা।

গল টেস্টে মাঠে নামার আগে মুশফিক বলেন, ‘এখানে (গলে) ব্যক্তিগত ও দলীয় কিছু অর্জন আছে; যা ভাবতে ভালো লাগে। কিন্তু এবার তো নতুন ম্যাচ। শ্রীলঙ্কার খেলোয়াড়ও নতুন। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের সেরাটাই উজাড় করে দিতে হবে। দলগতভাবে শুরুটা ভালো হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন