লাহোরে নিরাপত্তা নিয়ে ভাবছেন না বিজয়


প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৫ মার্চ ২০১৭

ইতিমধ্যেই বহুল আলোচিত পিএসএলের ফাইনাল শুরু হয়ে গেছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর সেই যে ক্রিকটে নির্বাসিত হলো, এরপর এই প্রথম এমন কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের মাটিতে। একের পর এক বোমা হামলার পরও চরম নিরাপত্তা ঝুঁকি নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে গড়ালো পিএসএলের ফাইনাল।

ফাইনাল খেলার জন্য একদিন আগেই লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয়। লাহোর পৌঁছার পর শনিবারই কোয়েটা সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন বিজয়। সেই ভিডিও আবার পোস্ট করা হয়েছে কোয়েটার টুইটার পেজে।

ওই ভিডিও বার্তাতেই বিজয় জানিয়েছেন, লাহোরের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সবই ঠিক আছে। ভিডিও বার্তায় বিজয় বলেন, ‘আমি এনামুল হক বিজয়। পিএসএল ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অংশ হতে পেরে আমি খুবই খুশি। ফাইনালের দিকেই তাকিয়ে আমি। আমার জন্য এবং আমার দলের জন্য দোয়া করবেন। নিরাপত্তা ব্যাবস্থা এখানে অনেক ভালো। নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। ধন্যবাদ সবাইকে।’

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।