মিশরের দ্বিতীয় জয়


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৫ মার্চ ২০১৭

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে গুনে গুনে ৬ গোল দিয়েই মিশর জানান দিয়েছিল তারা এ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট। দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত চীনকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থানটিও ধরে রেখেছে আফ্রিকার দেশটি। রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে তারা অবশ্য জিতেছে শ্যুটআউটে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমিমাংসিত থাকলে ম্যাচের ফল নির্ধারণ হয় শ্যুটআউটে।

শ্যুটআউটে জয়ের কারণে মিশরের ঝুলিতে যোগ হয়েছে ২ পয়েন্ট। হেরে ১ পয়েন্ট পেয়েছে চীন। দুই ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মিশর, ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চীন।

মিশরের জয়টি কৃতিত্বপূর্ণই বলতে হবে। দুই গোলে পিছিয়ে পরে দারুণভাবে তারা ম্যাচে ফিরেছে। ৩ মিনিটে জিও জিন ও ৯ মিনিটে দু টাকে গোল করে চীনকে ভালো সূচনা এনে দিয়েছিলেন। তবে মিশর দ্বিতীয় ও শেষ কোয়ার্টারে গোল করে ম্যাচটাকে টেনে নেয় শ্যুটআউট পর্যন্ত। মিশরের গোল করেছেন ইলাঙ্গার আহমেদ ও মাহমুদ। ভাগ্য নির্ধারণী এ পর্বটাও বেশ জমে উঠেছিল। মিশর ৬ টি হিট নিয়ে করেছে ৩ গোল। চীন করেছে ২টি।

মিশর গ্রুপের শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার ঘানার বিপক্ষে এবং চীন খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

আরআই/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।