প্রতিশোধের মিশনেও ব্যর্থ আর্সেনাল


প্রকাশিত: ০৭:১৮ এএম, ০৫ মার্চ ২০১৭

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দেখায় হেরেছিল আর্সেনাল। ঘরের মাঠে সেবার গানারদের পরাজয়ের ব্যবধানটা ছিল ৩-১। লিভারপুলের মাঠে তাই প্রতিশোধের মিশনে নেমেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। এ যাত্রাও ব্যর্থ তারা। শনিবার রাতে লিভারপুলের কাছে একই ব্যবধানে (৩-১ গোলে) পরাজিত হয়েছে আর্সেনাল।

এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। অল রেডসদের ভাণ্ডারে জমা পড়লো ৫২ পয়েন্ট। আর্সেনাল ৫০ পয়েন্ট নিয়ে নেমে গেছে তালিকার পঞ্চম স্থানে। লিগ টেবিলের শীর্ষেই আছে চেলসি। ব্লুজদের ঝুলিতে জমা আছে ৬৩।

লিগ টেবিলের পঞ্চম স্থানে গেলেও আর্সেনালের শীর্ষে থাকার ব্যাপারে আশাবাদী দলীয় কোচ আর্সেন ওয়েঙ্গার। শিষ্যদের নিয়ে আশাবাদী তিনি। বলেন, ‘আমরা এখনও শীর্ষে চারে থাকার সম্ভবনা রাখি। আর সেই অবস্থানে থাকাই আমাদের লক্ষ্য।’

লিভারপুলের পক্ষে গোল তিনটি করেছেন রবার্তো ফিরমিনো, সাদিও মানে, জর্জিনিও উউজনালডাম। লিভারপুলের এই তিন ফুটবলার আর্সেনালের জাল কাঁপান যথাক্রমে ৯, ৪০ ও ৯০+ মিনিটে। আর্সেনালের হয়ে একটি গোল শোধ দিয়েছেন দানি ওয়েলব্যাক।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন