আমি এখন মুক্ত : এনরিক


প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৪ মার্চ ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-০ গোলে হার। এ নিয়ে গোটা ফুটবল বিশ্বে সমালোচিত বার্সেলোনা কোচ লুইস এনরিক। সমালোচনার তোপটা বোধ হয় সহ্য করতে পারেননি এই স্প্যানিশ কোচ। সরে দাঁড়ালেন বার্সার কোচের পদ থেকে। চাকরি হারিয়ে নাকি তিনি ভারমুক্ত। নইলে কি আর এভাবে বলেন, ‘আমি এখন মুক্ত।’

আগামীকাল রোববার সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে বার্সা। তার আগে সংবাদ সম্মেলনে হাজির হন দলীয় কোচ এনরিক। ঘুরেফিরে সেই প্রশ্নই শুনতে হলো তাকে। মৌসুম শেষেই তো আপনি ক্যাম্প ন্যু ছাড়ছেন?

লুইস এনরিকের সাবলীল উত্তর, ‘ক্যাম্প ন্যুতে সেল্টা জিতেছে। এটা একটা কঠিন ম্যাচ। নিজেদের সেরাটাই দিতে হবে। কোচিংয়ের বিষয়টি জানতে চাইলে বলবো- আমি আগের মতোই আছি; তবে কিছুটা মুক্ত।’

ভবিষ্যতে কী করবেন? তা নিয়ে এখনই কিছু বলতে চান না এনরিক, ‘আরেকটি মৌসুম শেষের দিকে। তবে জানি না, কী হবে! ভবিষ্যতের কথা এখনই বলা কঠিন। এমনকি স্ত্রী আমার সঙ্গে আর এক বছর ঘর করতে পারবো কি না; তা-ও জানি না!’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।