বিশ্বকাপের সেরা দশে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ
শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। বাংলাদেশ-ইংল্যান্ড সেই ম্যাচ এবার জায়গা করে নিলো ২০১৫ বিশ্বকাপের আইসিসির সেরা দশ ম্যাচের তালিকায়। তালিকায় অষ্টম স্থানে আছে বাংলাদেশের সেই ম্যাচ।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণীতে মাহমুদুল্লাহ রিয়াদের প্রথম সেঞ্চুরির পাশাপাশি, রুবেল হোসেনের ৪ উইকেট ও হাঁটুর ইনজুরি নিয়েও অধিনায়ক মাশরাফির সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
এমআর/বিএ/আরআইপি