সব ভেন্যুতে হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান


প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৩ মার্চ ২০১৭

বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুধু খেলার মানে নয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করতেও এর জুড়ি নেই। ভারতের মত বড় দেশে প্রতিবার একটি নির্দিষ্ট শহরের দর্শকরাই এ উদ্বোধনী অনুষ্ঠান সামনে থেকে দেখতে পায়। তবে জনপ্রিয়তা ও চাহিদার কারণে এবার ভারতের প্রত্যেকটি ভেন্যুতেই উদ্বোধনী অনুষ্ঠান করবে বিসিসিআই আইপিএল কমিটি।

আগামী ১৩ এপ্রিল শুরু হচ্ছে এবারের আইপিএল আসর। বরাবরের মতো এবারও কোটি টাকার এ টুর্নামেন্টের উদ্বাধন হবে জমকালো  অনুষ্ঠানে। আইপিএলের নিয়ম অনুযায়ী এ উদ্বোধনী অনুষ্ঠান হবে হায়দরাবাদে। তবে এটাকে এবার মূলপর্ব মেনে বাকি সব ভেন্যুতেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। বেশ বড়সড় পরিবর্তনই আনছে আইপিএল কমিটি।

বিষয়টি নিয়ে প্রতিটি সংস্থার সঙ্গে আলোচনায় বসেছিল বিসিসিআই আইপিএল কমিটি। বোর্ড সিইও রাহুল জোহরির উপস্থিতিতে ঠিক হয়েছে এবার থেকেই প্রতিটি ভেন্যুর প্রথম ম্যাচের আগে একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে।

আরটি/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।