এবার বিদায় নিলেন জকোভিচও
মেক্সিকো ওপেন থেকে দুইদিন আগে ঝরে গেছেন সদ্য অস্ট্রেলিয়ান ওপেন জেতা রজার ফেদেরার। আজ (শুক্রবার) ছিটকে গেলেন আরেক শীর্ষ তারকাও। সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ মেক্সিকো ওপেন বিদায় নিয়েছেন। অস্ট্রেলিয়ান নিক কির্গিওসের কাছে হেরে গেছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই সার্বিয়ান এ তারকা।
অ্যান্ডি মারের কাছে র্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোর পর সময়টা হঠাৎই বদলে যায় জোকোভিচের। চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল তাকে। এবার মেক্সিকো ওপেন থেকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ১২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।
মেক্সিকোতে ক্যারিয়ারের প্রথমবারের মত কির্গিওসের মুখোমুখি হয়েছিলেন জকোভিচ। তবে সরাসরি সেটেই হেরে যান সাবেক এক নম্বর টেনিস তারকা। যদিও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। প্রায় দু’ঘণ্টা লড়াই করার পর আত্মসমর্পণ করতে হয়ে ৬-৭ (৯-১১) ও ৫-৭ সেটে।
এ দিন কির্গিওসের জোরালো সার্ভের সামনে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেননি জকোভিচ। পুরো ম্যাচে ২৫টি ‘এস’ মেরে জোকোভিচকে নাস্তাবুদ করেন ২১ বছরের এ অস্ট্রেলিয়ান।
তবে জকোভিচ হারলেও সেমিফাইনালের টিকিট কেটেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল৷ জাপানের ইওশিহিতো নিশিওকাকে ৭-৬ (৭-২) ও ৬-৩ সেটে হারিয়ে এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।
আরটি/আরএস/পিআর