ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত, অস্ট্রেলিয়াকে সতর্কবার্তা ওয়ার্নারের


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০৩ মার্চ ২০১৭

যত সব আলোচনা পিচ নিয়ে। পুনেতে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের কারণ নাকি ওই পিচ। এ নিয়ে তাই সাবধানে পা ফেলতে চাইবে ভারত। কেউ তো আবার সমালোচনা করছেন, নিজেদের খোঁড়া গর্তে পড়তে হলো বিরাট কোহলির দলকে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্পিন-বান্ধব পিচ তৈরি করা হয়েছিল যাতে করে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ফায়দা আদায় করে নিতে পারেন।

কিন্তু তা হলো কোথায়? উল্টো অশ্বিন-জাদেজার মঞ্চে নায়ক স্টিভেন ও’কিফ। দুই ইনিংস মিলে ১২ উইকেট নিয়ে একাই তো ভারতকে ধসিয়ে দিয়েছেন অসি এই স্পিনার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাথান লিওন। দুই ইনিংস মিলে লিওন দখলে নিয়েছেন ৫ উইকেট।

প্রথম টেস্টে ৩৩৩ রানের হার! সিরিজে ভারত পিছিয়ে ১-০ ব্যবধানে। এই দুঃখ কোহলি-রাহানেরা ভুলতে চাইবেন দ্বিতীয় ম্যাচে। ঘুরে দাঁড়াতে চাইবেন নিজেদের সেরাটা ঢেলে দিয়ে। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায়। গড়াবে বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে।

বেঙ্গালুরুতে ৫ বোলার নিয়েই খেলার কথা ভাবছে ভারত। পরের ম্যাচগুলো জিততে চায় টিম ইন্ডিয়া। কোচ অনিল কুম্বলের কণ্ঠে বাজলো এমনই সুর, ‘আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই। জিততে হলে আমাদের ৫ বোলারে খেলতে হবে। দলের প্রথম এগারো ঠিক করা হয় সাম্প্রতিক ফর্ম এবং কম্বিনেশনের কথা মাথায় রেখে। এখনও পর্যন্ত আমরা মনে করছি, ৫ বোলারে খেলে জয়ের রাস্তায় পৌঁছানো সম্ভব।’

অপরদিকে প্রথম ম্যাচে জিতে গা ভাসিয়ে দিলে চলবে না। দ্বিতীয় ম্যাচে সতীর্থদের সতর্ক হয়েই মাঠে নামতে বললেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। বলেন, ‘ভারত বিশ্বের এক নম্বর টেস্ট দল। ওদের দলে বেশ কয়েকজন গ্রেট ক্রিকেটার আছে। তাই এমন দলের কাছে প্রত্যাশাটা কী ধরনের হবে বুঝতেই পারছেন। পুনেতে ওদের অনেক কৌশলই, যেমন বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানোর ধরন চোখে পড়েছে। ওরা বেঙ্গালুরুতে আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে। আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাও রপ্ত করতে হবে।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন