বিশ্বকাপের ১৩ জন বাদ, দুঙ্গার নতুন ব্রাজিল


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২১ আগস্ট ২০১৪

লুইস ফেলিপে স্কলারির পর ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন কার্লোস দুঙ্গা। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তার তত্ত্বাবধানে ব্রাজিল প্রথম মাঠে নামবে আগামী ৫ সেপ্টেম্বর। এদিন ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে দুঙ্গার দল। এ উপলক্ষে ২২ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। ২২ সদস্যের এই দলে নেই বিশ্বকাপের দলে থাকা ১৩ খেলোয়াড়।

জুলিও সিজার অবসরে যাওয়ায় গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন নাপোলিতে খেলা ব্রাজিলের গোলরক্ষক রাফায়েল। এই দলে নেই বিশ্বকাপের দলে থাকা ১৩ খেলোয়াড়। বিশ্বকাপ দলের মাত্র ১০ জন নিয়ে দুঙ্গা ঘোষণা করেছেন ২০ সদস্যের দল। এই দলে নেই অভিজ্ঞ খেলোয়াড় দানি আলভেস ও মার্সেলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।