শুক্রবার টাইগারদের সংবর্ধনা চট্টগ্রামে


প্রকাশিত: ০৪:০০ এএম, ০৯ এপ্রিল ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটে অভাবনীয় সাফল্য অর্জন করায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। শুক্রবার বিকেলে আউটার স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থাটি। অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে বুধবার দুপুর ১টায় এম এ আজিজ স্টেডিয়ামের বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, ‘এটি বিশ্বকাপের পরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একমাত্র সংবর্ধনা অনুষ্ঠান। তাই আয়োজনে কোনোরকম ত্রুটি রাখা চলবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার পাশাপাশি নগরবাসীর সহযোগিতা কামনা করছি।’
 
বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও সাইফুল আলম বাবুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবের সাবেক সহ-সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ক্রীড়াঙ্গন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্ববায়ক আবুল হাশেম ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু।

এছাড়া উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, শাহাজাদা আলম, আল­ামা মো. ইকবাল, আব্দুল হান্নান আকবর, অহিদ সিরাজ স্বপন, সৈয়দ আবুল বশর, নোমান আল মাহমুদ, আসলাম মোর্শেদ, মসিহ সালাম, মো. ইউসুফ, মকসুদুর রহমান বুলবুল, লোকমান হাকিম, প্রবীন ঘোষ, দিদারুল আলম, শর্মিষ্ঠা রায়, আবু সৈয়দ মাহমুদ, মঞ্জুর আলম মঞ্জু, এএসএম সাইফুদ্দিন, ফজলে বারী খান রুবেল, শহিদুর রহমান, আজম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন ও এনামুল হক।

এমজেড/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।