জয় নিয়ে লা লিগার লড়াইয়ে এগিয়ে বার্সা


প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

লিওনেল মেসি আর লুই সুয়ারেসের অবদানে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা আলমেরিয়াকে ৪-০ তে হারিয়ে লা লিগার শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকলো বার্সেলোনা।

বুধবার রাতে নিজেদের মাঠ কাম্প নউতে মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে যায় বার্সেলোনা। সুয়ারেস আর ডিফেন্ডার মার্ক বার্ত্রা দ্বিতীয়ার্ধে ব্যবধান আরো বাড়ান। এই জয়ে ৩০ ম্যাচে দলটির পয়েন্ট হলো ৭৪।

দলের অন্যতম বড় তারকা নেইমারকে মূল একাদশে রাখেননি কোচ এনরিকে। তবে আক্রমণে মেসি আর সুয়ারেস তৎপর থাকায় ব্রাজিল তারকার অভাব টের পাওয়া যায়নি।

তবে শুরু থেকেই আক্রমণে গেলেও প্রথম আধ ঘণ্টায় গোল পায়নি স্বাগতিকরা। তবে এরপরই দারুণ ঝলক দেখিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। ডান দিক থেকে এগিয়ে পেনাল্টি সীমার প্রান্ত থেকে বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনা অধিনায়ক। লিগে এটি তার ৩৩তম গোল।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছিলেন সুয়ারেস। তবে দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দারুণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন উরুগুয়ের এই তারকা।

৭৫তম মিনিটে চাভির কর্নারে হেড করে জয় নিশ্চিত করেন বার্ত্রা।

পাঁচ মিনিট পর বল জালে জড়িয়েছিলেন মেসি। কিন্তু ফাউলের বাঁশি বাজিয়ে গোলটি বাতিল করেন রেফারি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অফসাইডের কারণে আলমেরিয়ার একটি গোলও বাতিল হয়।

যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান সুয়ারেস। পাল্টা আক্রমণে উঠে এসে বাঁ দিক থেকে নিচু ক্রস বাড়িয়েছিলেন নেইমারের বদলে একাদশে থাকা পেদ্রো; কাছ থেকে ফাঁকা জালে বল জড়াতে ভুল করেননি সুয়ারেস। লা লিগার এ মৌসুমে এটি উরুগুয়ে ফরোয়ার্ডের দশম গোল।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।