রোহিতের ব্যাটে এগিয়ে যাচ্ছে মুম্বাই


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

অধিনায়ক রোহিত শর্মার হাফ সেঞ্চুরির উপর ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে মুম্বাই। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে মুম্বাইয়ের সংগ্রহ ১০১ রান। রোহিত ৬৩ আর অ্যান্ডারসন ২৩ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফিঞ্চের উইকেট হারায় মুম্বাই। মরকেলের বলে আউট হওয়ার আগে ফিঞ্চ করেন ৫ রান। সাকিবের বলে ৭ রান করা তারে আর মরকেলের বলে রাইডু ০ রানে আউট হলে বিপদে পড়ে যায় মুম্বাই। এরপর অ্যান্ডারসনকে সাথে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে মুম্বাই।

কলকাতা নাইট রাইডার্স দল : গৌতম গম্ভীর (অধিনায়ক), সুনীল নারিন, মনীষ পান্ডে, রবিন উথাপা, উমেশ যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান,কুলদীপ যাদব, মরনে মরকেল,  পিযুজ চাওলা,

মুম্বাই ইন্ডিয়ান্স দল : রোহিত শর্মা (অধিনায়ক), হরভজন সিং, লাসিথ মালিঙ্গা, কিয়েরন পোলার্ড, আম্বাতি রাইডু, বিনয় কুমার, কোরে অ্যান্ডারসন,  আদিত্য তারে,  অ্যারন ফিঞ্চ,  প্রজ্ঞান ওঝা, জাসপ্রিট বুমরা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।