সাবেক সংসদ সদস্য বাদশার মৃত্যু : খালেদার শোক


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

সাবেক সংসদ সদস্য, নাটোর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নওশের আলী সরকার বাদশা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বুধবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পিথলিয়া গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

নওশের আলী সরকার বাদশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুকালে নওশের আলী সরকার বাদশার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, চার মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

বেলা সাড়ে ৩টায় পিথলিয়া উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের নেতা নওশের আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে খালেদা জিয়া বলেন, ‘নওশের আলী বাদশা’র মৃত্যুতে তাঁর নিজ এলাকাবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মরহুম নওশের আলী বাদশা নিজ রাজনৈতিক আদর্শ থেকে কখনোই বিচ্যুত হননি। রাজনীতিতে সক্রিয় হয়ে দলের সকল কার্যক্রমে নিজেকে যুক্ত রাখেন বহু ঘাত-প্রতিঘাত ও প্রতিকুলতার মধ্যেও।’

খালেদা জিয়া মরহুম নওশের আলী বাদশা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।