অস্ট্রেলিয়াকে লঙ্কাওয়াশ করার কথা স্মরণ করিয়ে দিলেন মুশফিক


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০১ মার্চ ২০১৭

প্রতিপক্ষ শ্রীলঙ্কা; তাই বলে গা ভাসিয়ে দিলে চলবে না। তারুণ্য নির্ভর এই লঙ্কান দলটিও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তা মাথা থেকে সরিয়ে রাখলে বিপদেই পড়তে হবে বাংলাদেশ দলকে। কারণ লঙ্কান এই দলটিই তো গত বছর টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হোয়াইটওয়াশ করেছিল। যদিও সেই স্কোয়াডে কিছুটা পরিবর্তন এসেছে এবার।

অস্ট্রেলিয়াকে লঙ্কাওয়াশের কথা ভোলেননি মুশফিকুর রহীম। শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ শুরুর আগেই সতীর্থদের সে কথা স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশ দলপতি। রঙ্গনা হেরাথের নেতৃত্বাধীন শ্রীলঙ্কাকে হালকাভাবে নেয়ার মানে নেই। নিজেদের সেরাটা উজাড় করে দিয়েই খেলতে চান মুশফিক।   

গত সোমবার শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ দল। তার আগেই মুশফিক বলেছিলেন, ‘শ্রীলঙ্কাকে হারানোর এটাই সেরা সুযোগ।’ আগামীকাল (বৃহস্পতিবার) প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন টাইগাররা। তার আগে একই কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুশফিক। বলেন, ‘এটাই আমাদের জন্য সেরা সুযোগ শ্রীলঙ্কাকে পরাস্ত করার। কিন্তু এ কথাও আমাদের স্মরণ রাখতে হবে যে গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিল লঙ্কানরা।’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।