অপরাধী ধোনি!


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৮ এপ্রিল ২০১৫

স্লো ওভার রেটের কারণে ক্রিকেটে অনেকবারই জরিমানা গুনতে হয়েছে মাহেন্দ্র সিং ধোনিকে। তবে এবার ট্রাফিক আইন অমান্য করে অপরাধীর খাতায় নাম লেখালেন ভারতের ওয়ানডে অধিনায়ক।

এর আগে নিজ শহর রাঁচিতে রাস্তার উল্টো দিকে বাইক চালান ধোনি। যা ট্রাফিক আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এছাড়া তাঁর রয়্যাল এনফিল্ড মোটরবাইকে নম্বর প্লেটও ছিল না। যে কারণে ৪৫০ রুপি জরিমানা গুনতে হয়েছে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে।

রাঁচির ট্রাফিক পুলিশ জানায়, মোটরবাইক ধারা গাইডলাইন অনুযায়ী গাড়ির নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকা বাধ্যতামূলক। কিন্তু ধোনির মোটরসাইকেলে তা ছিল না। এই নিয়ম অমান্য করায় ধোনিকে জরিমানা করা হয়েছে।

অবশ্য ধোনি তাঁর নিজের ভুল স্বীকার করে নিয়েছেন এবং ট্রাফিক পুলিশের অভিযানকে পূর্ণ সমর্থনও জানিয়েছেন। ওই অভিযানের ব্যাপারে তিনি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ট্রাফিক পুলিশ।

এমআর/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।