ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয় দল ঘোষণা


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ০১ মার্চ ২০১৭

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড। দল থেকে ছিটকে পড়েছেন শেন ডরউইচ আর মিগুয়েল কামিন্স। আর এ সফরের মধ্য দিয়ে ক্যারিবীয়ান দলের দায়িত্ব নিচ্ছেন টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট ল।

অ্যান্টিগায় আগামী শুক্রবার (৩ মার্চ) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে ৫ ও ৯ মার্চ।

ওয়েস্ট ইন্ডিজ দল: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কার্লোস ব্র্যাথওয়েইট, ক্রেইগ ব্রাথওয়েট, জোনাথন কার্টার, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), আলজারি যোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কাইরন পাওয়েল, রভম্যান পাওয়েল।

এরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।