কলকাতার প্রথম ম্যাচে খেলছেন সাকিব!
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতার ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসর। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থাকায় প্রথম ও শেষ দুটি ম্যাচে কেকেআরের সঙ্গে থাকবেন সাকিব। তাই আইপিএলের উদ্বোধনী ম্যাচেই সাকিবকে মাঠে নামাচ্ছে কলকাতা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটিই জানিয়েছে।
এবার আইপিএলের লিগ পর্বের ১৪ ম্যাচের মধ্যে ১০টি ম্যাচেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে থাকা হবে না সাকিব আল হাসানের। এ ম্যাচকে সামনে রেখে কলকাতা নাইট রাইডার্সের সাম্ভাব্য সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকবাজ। নিয়ম অনুযায়ী সাতজন দেশি ক্রিকেটারের পাশাপাশি চার বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারবে কলকাতা।
প্রসঙ্গত, আইপিএলের সপ্তম আসরের ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় কিং খানের দল কলকাতা নাইট রাইডার্স।
সম্ভাব্য একাদশ : রবিন উথাপ্পা, গৌতম গম্ভীর, মানিশ পান্ডে, সাকিব আল হাসান, সুরইয়া কুমার যাদব, রায়ান টেন ডেসকাট, উমেশ যাদব, ইউসুফ পাঠান ও পিযূস চাওলা, সুনীল নারিন ও মরনে মরকেল।
এমআর/বিএ/আরআইপি