আইপিএলে খেলতে না পারায় দুঃখ প্রকাশ পিটারসেনের


প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

আইপিএলের দশম আসরের নিলামেও তার নাম ছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের দশম আসর থেকে নাম প্রত্যাহার করে নেন কেভিন পিটারসেন। তাই ৫ এপ্রিল শুরু হতে চলা আসন্ন এই টুর্নামেন্টে দেখা যাবে না ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যানকে।

আইপিএলের এবারের আসরে না খেলার বিষয়টি পিটারসেন নিশ্চিত করেছিলেন টুইটারে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক লিখেছিলেন, ‘আমি আইপিএলের নিলামে থাকছি না। শীতকালে আমার ব্যস্ততা রয়েছে। সুতরাং এপ্রিল-মে মাসটা দূরে থাকতে চাই না।’

আইপিএলে খেলতে না পারায় সম্প্রতি দুঃখ প্রকাশ করেছেন পিটারসেন। এক ভক্ত তাকে টুইটারে নক করলে তার জবাবে ইংলিশ এই ক্রিকেটার লিখেছেন, ‘আইপিএলে আমি কয়েকটি ফ্রাঞ্জাইজির হয়ে খেলেছি। তার ভেতরে বেছে নিতে বললে আমি দিল্লিকেই (ডেয়ারডেভিলস) বেছে নেবো। দিল্লিতে থাকাবস্থায় আমি আমার সময়টা উপভোগ করেছি। এটা একটি মজার শহর। এ বছর আইপিএলে খেলতে না পেরে আমি দুঃখিত।’

প্রসঙ্গত, গত আসরে কেপি খেলেছেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। ইনজুরি নামক ঘাতক তাকে পুরো আসরে খেলতে দেয়নি। সৌভাগ্য হয়েছে মাত্র ৪টি ম্যাচ খেলার। পায়ের গোড়ালির ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল তাকে। এবার তাকে ছেড়ে দেয় পুনে।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।