মিরাজকে স্পিন শেখাতে চান বিসেন সিং বেদি


প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর নিউজিল্যান্ড ও ভারত সিরিজেও দুর্দান্ত বোলিং করেন তিনি। যদিও ভারতের বিপক্ষে টেস্টে মাত্র দুই উইকেট পেয়েছিলেন তিনি। তবে বেশি উইকেট না পেলেও ওই টেস্ট খেলে জিতে নিয়েছেন অনেক ভারতীয়ের হৃদয়। সে তালিকায় যোগ দিলেন ভারতের কিংবদন্তী স্পিনার বিষেন সিং বেদি।

কয়েকদিন আগেই ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত বোলারের পুরস্কার জিতে নেন মিরাজ। ১৯ বছর বয়সী এ তরুণের উত্থানে উচ্ছসিত বেদি নিজে থেকেই মিরাজকে সাহায্য করতে চান। সম্প্রতি মনসুর আলি খান (টাইগার) পতৌদি স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের সঙ্গে কথা হয় হয় বিসেন সিং বেদির। সেখানেই মিরাজ সম্পর্কে কথা হয় আশরাফুল হকের সঙ্গে। মিরাজ সম্পর্কে আশরাফুল হককে বেদি বলেন, ‘মেহেদীকে দেখে আমার একজন চমৎকার ক্রিকেটার বলে মনে হয়। ও যদি আগ্রহী হয়, তাহলে আমি ওকে শেখাতে প্রস্তুত।’

মিরাজের বোলিং অ্যাকশন প্রকৃতিপ্রদত্ত মনে হয়েছে বেদির এবং তার সততা ও সরলতায়ও মুগ্ধ এ ভারতীয়। মিরাজের প্রশংসা করে আশরাফুল হককে বেদি আরও বলেন, ‘আমি সত্যি মেহেদিকে পছন্দ করি। মেহেদির বোলিং অ্যাকশন একেবারে প্রকৃতিপ্রদত্ত। একজন সৎ ক্রিকেটার। ওর বোলিংয়ে আমি মুগ্ধ। ওর সঙ্গে কয়েক সেশন কাটাতে পারলে আমি নিজেও খুশি হব।’

বেদির প্রস্তাব শুনে খুশি হয়েছেন আশরাফুল হক এবং বিসিবিকে এ তথ্য জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

আরটি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।