আবারও ভোডাফোনের বিজ্ঞাপনে জুজু


প্রকাশিত: ০৭:৪১ এএম, ০৮ এপ্রিল ২০১৫

অষ্টম আইপিএলে আবারও বিজ্ঞাপনে ভোডাফোন ফিরিয়ে আনছে তাদের অসম্ভব জনপ্রিয় মজাদার চরিত্র ‘জুজু’ দের। ভিনগ্রহের প্রাণীদের মতো দেখতে ‘জুজু’রা আট থেকে আশি সব বয়সী মানুষদের খুব পছন্দের।   

ভোডাফোনের মোবাইল নেটওয়ার্কের ডেটা স্পিডের প্রচারের জন্যই আবার ফিরিয়ে আনা হচ্ছে জুজুদের। ভোডাফোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রনিতা মিত্র জানিয়েছেন, তাদের ইন্টারনেট সংক্রান্ত প্রচারের জন্য আইপিএলের মতো একটি বড় প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন তারা।

সংস্থার তরফে জানানো হয়েছে, ছোট্ট একটি মজাদার গল্পের মাধ্যমে প্রচার করা হবে তাদের দ্রুত ইন্টারনেট পরিসেবার।

এআরএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।