শিরোপা জিততে আত্মবিশ্বাসী হ্যাজার্ড


প্রকাশিত: ১০:১০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

২০১৪-১৫ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল চেলসি। গত বছর লেস্টার সিটির কাছে শিরোপা হাতছাড়া করে ব্লুজরা। বছর ঘুরতেই আবারও আশা জাগিয়েছে। পয়েন্ট টেবিলও বলছে সে কথাই।

চলতি মৌসুমে কয়েক মাস ধরে লিগ টেবিলের শীর্ষেই আছে চেলসি। ২৬ ম্যাচ খেলে তারা ঝুড়িতে জমা করেছে ৬৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা টটেনহাম হটস্পার্টসের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে অ্যান্তোনিও কোন্তের দল। চেলসির চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে তৃতীয় স্থানধারী ম্যানচেস্টার সিটি।
 
এবারও প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার ইডেন হ্যাজার্ড। বলেন, ‘আমরা পেশাদার। দুই বছর আগে আমার লিগ শিরোপা জিতেছি। সুতরাং আমরা জানি, লিগ জিততে কী করতে হবে।’

লিগে আধিপত্য ধরে রেখেই শিরোপা জিততে চান হ্যাজার্ড, ‘কয়েক মাস ধরে লিগ টেবিলে শীর্ষে আছি আমরা। আমরা শীর্ষেই থাকতে চাই। ম্যাচ বাই ম্যাচ আমাদের ভালো করাই লক্ষ্য।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।