টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটারের ডাবল সেঞ্চুরি


প্রকাশিত: ০৭:২১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

মোহিত আহলাওয়াতের ট্রিপল সেঞ্চুরির রেশ কাটতে না কাটতেই ভারতীয় আরেক ক্রিকেটার টি-টোয়েন্টিতে তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। দিল্লির হয়ে মাঠে নামা এই ক্রিকেটারের নাম শিভম সিংহ।    

চলতি মাসে শিভম খেলতে নামেন গেমস্টার রকেটস নামে দিল্লির স্থানীয় একটি ক্লাবের হয়ে। প্রতিপক্ষ ইউনাইটেড একাদশ। ব্যাট করতে নেমেই ঝোড়ো ইনিংস খেলতে শুরু করে সে। এভাবেই মাত্র ৭১ বলে ২১০ রান করে শিভম। তার ২১০ রানের এই ইনিংসে ১৮টি চার ও ১৯টি ছয়।

তার ২১০ রানের ওপর ভর করে ২৭৪ রানের সংগ্রহ পায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানেই সবকটি উইকেট পড়ে যায় ইউনাইটেডের। শিভমের আগে একই শহরের মোহিতও একই কাণ্ড ঘটিয়েছেন। ৩৯টি ছয় ও ১৪টি বাউন্ডারি দিয়ে মোট ৩০০ রান করেন তিনি।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।