রিয়ালের ইসকোকে দলে ভেড়ানোর ইঙ্গিত বার্সার


প্রকাশিত: ০৪:৩১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

লা লিগায় রিয়াল-বার্সার দ্বৈরথ নতুন কিছু নয়। প্রতিনিয়ত একে অপরকে ছাড়িয়ে যেতে মরিয়া দুই দলই। এবার ঘর গোছাতে রিয়াল তারকা ইসকোকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিচ্ছে বার্সা।  

ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম জানিয়েছে, আগামী দল বাজারের মৌসুমে ইসকোকে দলে পেতে এরই মধ্যে তৎপরতা শুরু করে দিয়েছেন বার্সা কোচ লুইস এনরিকে। আর রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়াতেও স্প্যানিশ এই তারকাকে অনুরোধ করেছেন এই কাতালান কোচ।

উল্লেখ্য, মালাগা ছেড়ে ২০১৩ সালে রিয়ালে নাম লেখানো স্প্যানিশ মিডফিল্ডার ইসকো এ পর্যন্ত ১১৫ ম্যাচ খেলে ২০ টি গোল করেছেন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।