নিরাপত্তার দাবিতে কেনিয়ায় পদযাত্রা
কেনিয়ায় জঙ্গি হামলায় ১৪৮ জন নিহত হওয়ার ঘটনায় জাতীয় শোক পালনের শেষ দিনে মোমবাতি প্রজ্বলনের প্রাক্কালে দেশের নাগরিকরা বৃহত্তর জাতীয় নিরাপত্তার দাবিতে মিছিলে অংশ নিতে যাচ্ছে।
সোমালিয়ার শাবাব জঙ্গিদের গত সপ্তাহের হত্যাযজ্ঞের পর তারা এটি করছে। এদিকে সোমবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলে আল কায়দা সম্পৃক্ত জঙ্গিদের বিভিন্ন ঘাঁটিতে কেনিয়া বিমান হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার রাজধানী থেকে ৩৬৫ কিলোমিটার দূরে গারিসা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে বিশেষ বাহিনীর বিভিন্ন ইউনিটের সাত ঘণ্টা সময় লাগে। শাবাব বন্দুকধারীরা ডর্মিটোরি ভবনে ঢুকে অমুসলিম শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে হত্যা করে।
প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এ হামলাকে ‘বর্বর মধ্যযুগীয় হত্যাযজ্ঞ’ বলে বর্ণনা করেন। জঙ্গিদের এ ভয়াবহ হামলায় ১৪২ জন শিক্ষার্থী, তিনজন পুলিশ কর্মকর্তা ও তিন সৈন্য নিহত হয়।
এআরএস/বিএ/পিআর