ঝড়-বৃষ্টি পেরিয়ে আইপিএল-এর জমকালো উদ্বোধন


প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

ঝড়-বৃষ্টিতে প্রায় পণ্ডই হতে বসেছিল ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর অষ্টম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু শেষপর্যন্ত  রাত ৯টার পর শুরু হল আইপিএলের জমকালো উদ্বোধনী মহাযজ্ঞ। বৃষ্টিতে কিছুটা তাল কাটলো বটে, তবে বলিউড তারকাদের শরীরী হিল্লোলে উদ্বোধন পর্বটা বলার মতোই হল আইপিএল আটের।

`আনন্দলোকে মঙ্গলালোকে` গান দিয়েই অষ্টম আইপিএলের উদ্বোধন করলেন বাংলার ছেলে গায়ক-সুরকার প্রীতম। মঞ্চে এলেন বলিউডের নায়ক নবাব সাইফ আলি খান। ডেকে নিলেন ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রীকে। লেজারের বর্ণিল আলোয় উদ্ভাসিত মঞ্চে এলেন আইপিএল এইটের এবারের অধিনায়করা। এলেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, গৌতম গম্ভীর, জর্জ বেইলি, জেপি ডুমিনি ও শেন ওয়াটসন। একে একে এবার সব অধিনায়ক মূলমঞ্চে এসে এমসিসি স্পিরিট অব ক্রিকেট মেনে একটি বিশাল ব্যাটে সই করলেন। রবি শাস্ত্রী ঘোষণা করলেন, শুরু হলো ভারতের সবচেয়ে বড় ক্রিকেট ইভেন্ট আইপিএল ২০১৫।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলিউডের কিং খান এবং কোলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ। তবে, শাহিদ কাপুর, ফারহান, আনুশকা শর্মা’র পারফরম্যান্স শেষে শো স্টপার হিসেবে ঋত্বিক রোশানের চোখ ধাঁধানো নাচে জমে যায় অনুষ্ঠান।



আজ শিরোপা জয়ের লড়াইয়ে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।