‘অনভিজ্ঞ হলেও বাংলাদেশের বোলিং ইউনিটই শক্তিশালী’


প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

গত দুই বছর ধরেই দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট ক্রিকেটেও এগিয়েছে টাইগাররা। তবে সীমিত ওভারের ম্যাচে বোলিং যেমন শক্তিশালী তেমনটা নয় টেস্ট ক্রিকেটে। এখনও কোন বিশেষজ্ঞ টেস্ট বোলার খুঁজে পায়নি বাংলাদেশ। তারপরও মোস্তাফিজ, মিরাজ ও সাকিবের কম্বিনেশনে নিজেদের বোলিং ইউনিটকেই শক্তিশালী বললেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ দিনের মত অনুশীলন করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘টেস্টে ব্যাটিং ইউনিটে আমরা যতোটা উন্নতি করেছি, ততোটা কিন্তু বোলিংয়ে হয়নি। এটার একটা কারণ হলো, তারা বেশ অনভিজ্ঞ। আমি মনে করি, মোস্তাফিজ-তাসকিন-রুবেল-শুভাশিস-মিরাজ-সাকিব; এরা সবাই যদি পারফর্ম করে তাবে ওদের ২০টি উইকেট নেয়া অবশ্যই সম্ভব। আমরা এবার বেশ শক্তিশালী বোলিং ইউনিট নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছি।’

তবে আগের টেস্টগুলোতে বোলিং ইউনিট কার্যকরী না হওয়ার পেছনে ফিল্ডারের দায় রয়েছে বলে মনে করেন মুশফিক। নিউজিল্যান্ড ও ভারত সফরে একের পর এক ক্যাচ, স্ট্যাম্পিং ও রানআউট মিসের খেসারত দিয়ে হারতে হয়েছে টাইগারদের। মুশফিকের ভাষায়, ‘আমাদের বোলাররা এখন যতো খেলবে, ততোই পরিণত হয়ে উঠবে। তবে তাদের প্রত্যাশিত সফলতা না পাওয়ার পিছনে আমাদের ফিল্ডারদেরও দায় আছে।’

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য দলে রয়েছেন দুই জন বিশেষজ্ঞ স্পিনার ও পাঁচ জন পেসার। এদের মধ্যে বলার মত অভিজ্ঞ বলতে গেলে ২৪ টেস্ট খেলা রুবেল হোসেনই। আর তাইজুল ইসলাম খেলেছেন ১২ টেস্ট। এর বাইরে ৪৭ টেস্টে খেলা অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন। আর বাকি সবার অভিজ্ঞতা ৩/-৪ টেস্টের মধ্যেই সীমাবদ্ধ।

যদিও মোস্তাফিজ দলে ফেরায় দারুণ খুশি মুশফিক। সাকিব-মিরাজের সঙ্গে মোস্তাফিজের জুটি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে বলে মনে করেন তিনি, ‘একটা কথা বলবো যে, সাকিব-মোস্তাফিজ-মিরাজ; এ রকম তিনজন আলাদা আলাদাভাবে স্কিলফুল বোলার যখন একটা দলের হয়ে বোলিং করবে, তখন প্রতিপক্ষের জন্য সেটা চাপেরই হবে। এটা আমাদের দলের জন্য দারুণ একটি ব্যাপার।’

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।