বৃহস্পতিবার মিন্টুর আপিলের শুনানি


প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৭ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্রের বৈধতা চেয়ে করা রিট খারিজের আপিলের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার মিন্টুর দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে রায়ের বিরুদ্ধে আপিল করেন তার আইনজীবীরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত ২৯ মার্চ মনোনয়নপত্র দাখিল করেন আবদুল আউয়াল মিন্টু। ১ এপ্রিল বাছাইয়ের সময় তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।

এর বিরুদ্ধে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর আপিল করেন। শনিবার শুনানি শেষে বিভাগীয় কমিশনারও তার আপিল খারিজ করে দেন।

এএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।